1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মশমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন

মশমনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

 

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

আজ ৭অক্টোবর সোমবার সন্ধ্যা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।

এ সময় উপদেষ্টা ডেঙ্গু ওয়ার্ড এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য গঠিত ওয়ার্ড পরিদর্শন করেন এবং আহতদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এর মধ্যে
হেমোরেজিক ডেঙ্গুজ্বরে ভর্তিকৃত রোগী তুলনামূলক কম। বর্তমানে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন যার মধ্যে ১১জন পুরুষ আর ২ জন মহিলা। ডেঙ্গু রোগের প্রতিকারে তিনি বলেন, আমাদের চারপাশে মশার উপদ্রব যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে হবে, ঝোপঝাড় পরিষ্কার রাখতে হবে। মশারী টানানো জরুরি। প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। আর ছাত্র আন্দোলনে আহত মোট ১৭ জন রোগী এই মুহুর্তে চিকিৎসাধীন আছেন, শুরুতে ছিল ৩০ জনের মতো। আহত এ রোগীগুলো পার্শ্ববর্তী জেলা শেরপুর, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর থেকে আহত হয়ে এখানে সেবা নিচ্ছেন। উপদেষ্টাকে রোগীদের আহত হওয়ার ঘটনা, প্রতিক্রিয়া ও ডাক্তারদের আপ্রাণ চেষ্টার বিষয়ে অবগত করা হয়। এ সময় তিনি ডাক্তারদের আরো নিবিড়ভাবে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় অত্র হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, উপপরিচালক ড: মো: জাকিউল ইসলাম, জেলা প্রশাসক মুফিদুল আলম, সিভিল সার্জন মো: নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি