মোস্তাক আহমেদ ( বাবু) রংপুর ।
রংপুরের পীরগাছা উপজেলার ৪ নং অন্নদা-নগর ইউনি- য়নে সাত-দরগায় বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস উদ্বোধন ও সিরাতুন্নবী আলোচনা সভা ৭/ ১০/ ২০- ২৪ইং রোজ সোমবার অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় ঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর রংপুর। বিশেষ অতিথি,হিসেবে উপস্থিত ছিলেন যারা তারা হলেন, মাওলানা মোস্তাক আহমেদ,আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখা রংপুর। এবং ইঞ্জিনিয়ার রহিম উদ্দিন আহমেদ,সাবেক আমির,বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগাছা উপজেলা শাখা। ও মোঃ জাকির হোসেন, অফিস সেক্রেটারি,ও সুরা সদস্য বাংলাদেশ জামায়াতি ইস- লামী পীরগাছা উপজেলা শাখা। এবং মোঃ হোসাইন আলী, সভাপতি ছাত্রশিবির,বাংলাদেশ জামায়াতি ইসলামী রংপুর জেলা উত্তর। আলোচনা সভাটি সভাপতিত্ব করেছেন বাংলা – দেশ জামায়াতি ইসলামী ৪নং অন্নদানগর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী ৪নং অন্নদাগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সভাপতি মোঃ আরো উপস্থিত ছিলেন অন্নদানগর ইউনিয়ন শাখার,ছাত্রশিবির ও সংগঠ- নের অন্যান্য সদস্যবৃন্দ। এবং অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ। সে,
সময় বক্তারা,সিরাতুন্নবী (সাঃ) এর চারিত্রিক বৈশিষ্ট্য এবং মুসলিম ধর্ম গ্রন্থা কোরআনে কারিমুল থেকে কিছু আয়াত তরজমা সহ থেকে ব্যাখ্যা প্রদান করেন। এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির সংগঠনের কিছু নীতি ও নৈতিকতার দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন। এবং বিগত ১৭বছরের ফেসিস্ট সরকারের বক্তব্য তুলে ধরে বলেন,, জামায়াতি ইসলামী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে,কি?ধরনের আচরণ করেছেন। তার বাস্তব উদাহরণ সহ পর্যালো – চনা করে বুঝিয়ে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে। বাংলা – দেশ জামায়াত ইসলামী দল,কখনোই এই ধরণের শিক্ষা প্রদান করে না। দলের নেতা কর্মী, উগ্রপন্থী, সন্ত্রাসী, মৌলবাদী,হিসাবে,সমাজের চোখে দেশ ও জাতির চোখে অপরাধী আজও পর্যন্ত প্রমাণিত হয়নি। এই ধরনের কর্মকাণ্ড জামাতে ইসলামী ছাত্রশিবির জামায়েতে ইসলা- মীর অঙ্গ সংগঠন বা,মূল দলের কোন নেতা কর্মী এই ধরনের শিক্ষা দেয় না,বলেও জানিয়েছেন বক্তারা। তাই নতুন এই বাংলাদেশ ৫ই আগস্ট এর পর থেকে দেশ আবারো নতুন করে স্বাধীন হয়েছে বলেও মনে করেন সর্বস্তরের সাধারণ মানুষ। কিন্তু এই স্বাধীনতা আনতে গিয়ে, খালি হয়েছে শত শত মায়ের বুক,ঝরে গেছে অনেক যুবক ও শিশুর প্রাণ। তার ভিতরে আবু সাঈদের নামটি মানুষের অন্তরে লেখা থাকবে। এবং স্পষ্ট ভাষায় বাংলাদেশ জামায়া -তে ইসলামী দল,বলে দিতে চায়,কখনোই কারো কাছে হার মানেনি,আর মানবেও না। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। দুনিয়ার কোন মানুষের কাছে তারা হার মানবে না। যেমন হার মানেনি শ্রদ্ধেয় আমাদের প্রাণপ্রিয় নেতা,মোঃ মতিউর রহমান নিজামী,ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ, আরো অনেকে। এই কোরআনের পাখিরা শহীদ হয়েছেন ফেসিস্ট হাসিনা সরকারের আমলে,তাই তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন আমিন।
উল্লেখ্য যে, বক্তারা আরো বলেন সামনে সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আগামী ৯/১০/২০২৪ ইং রোজ বুধবার শারদীয় দুর্গোৎসব। সেই উপলক্ষে সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী দল,ছাত্রশিবির ও অঙ্গ সংগঠনের সকল সদস্যদের প্রতি নির্দেশ দেয়া হলো। যাতে করে কোন সুবিধাবাদী,কোন সন্ত্রাসী,কোন চাঁদাবাজ যেন কোন ভাবেই সহিংস ঘটনা না ঘটাতে পারে। সেদিকে সবাই- কে সজাগ থাকতে হবে,বলেও জানান। কারণ বিগত সরকা- র তারা নিজেরাই মন্ডবে মন্ডপে হামলা করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ও ছাত্রশিবিরের উপরে দোষা চাপিয়ে দিয়েছিল। তাই মন্ডবে মন্ডবে বাংলাদেশ জামায়াতে ইসলামী অঙ্গ সংগঠনের সকল সদস্য পাহারায় থাকবে বলেও তিনি জানান। কোন দুষ্কৃতি কোনভাবেই যেন পালিয়ে যেতে না পারে,এই ধরনের কোন ঘটনা কোথাও যদি কেউ ঘটানোর চেষ্টা করে। তাহলে ধরে বেঁধে রেখে সোজা আইনে- র হাতে তুলে দিতে হবে,এটাই আমাদের প্রতিশ্রুতি।
এ বিষয়ে ঃ বাংলাদেশ জামায়াতে দল অন্নদা-নগর ইউনিয়ন শাখার,সভাপতি মোঃ আব্দুর রহমান,স্পষ্ট জানিয়ে দেন যে,বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কোন নেতা বা,কর্মী যদি,সাধারণ মানুষের ভয় ভীতির কারণ হয়। তাহলে সেই নেতা বা সদস্য যেই হোক না কেন। সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে বলে সার্ফ জানিয়ে দেন তিনি।