মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে প্রকাশ্যে ইভটিজিং করার দায়ে সাগর আলী (১৯)নামের এক ওয়ার্কশপ মিস্ত্রিকে গনধোলাই দিয়ে অত্র স্কুলের একটি কক্ষে আটকে রেখে প্রশাসনকে খবর দেয় অত্র স্কুলের ছাত্র সহ স্হানীয় আম জনতা।
মঙ্গলবার(৮ অক্টোবর-২৪) সকাল১০ টার দিকে ভেল্লাবাড়িয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে।
এ ঘটনায় প্রশাসন খবর পেয়ে লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও লালপুর থানার পুলিশের ফোর্স ঘটনা স্থলে উপস্থিত হয়ে মুসলেকা নিয়ে অভিযুক্ত ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
অভিযুক্ত সাগর উপজেলার মনিহারপুর গ্রামের ইনতা আলীর ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানান, গত কয়েকদিন যাবৎ ওই স্কুল ছাত্রীকে ইভটিজিং করে আসছিল ঐ ছেলে সাগর।এরই ধারাবাহিকতায় প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে স্কুলে আসার সময় স্কুল গেটে ওই ছাত্রীকে উত্তপ্ত করে ওই যুবক।পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং সাগরকে ধরে তৎক্ষনাৎ গণধোলাই দিয়ে স্কুলের শ্রেণির কক্ষে আটকে রাখে প্রশাসনে খবর দেয়।পরে ঘটনা স্থলে প্রশাসন উপস্থিত হলে অভিযুক্ত সাগরের পরিবার দাবি করেন সাগর একজন মানসিক ভারসাম্যহীন।পরে সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার ও লালপুর থানার পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে অভিযুক্ত সাগরকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার সংবাদ কর্মীদের বলেন, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন হওয়ায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে মুচলেকা নিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।