মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধি
কলাতলী ইউনিয়নে সামুদ্রিক কার্ড দাড়ি ৫৮৬ জেলেদের মাঝে ১৭.৫৮০মেট্রিক টন চাল বিতরণ করেন।
পাঠান মোঃ সাইদুজ্জামান (টিএনও) মনপুরা উপজেলা নির্বাহী অফিসার ।
উপস্থিত ছিলেন, বাংলাদেশ নৌ কন্টেজেনের মনপুরা উপজেলা দায়িত্বরত কন্টেজেন্ট কমান্ডার,জনাব, মোঃ নাজমুল, সহ বাংলাদেশ নৌবাহিনীর সদস্য বৃন্দ
উপস্থিত রয়েছেন
বাংলাদেশ কোস্টগার্ড,
উপস্থিত রয়েছেন বাংলাদেশ পুলিশ বৃন্দ,
উপস্থিত ছিলেন, ট্যাক অফিসার জনাব মোঃ নাছির উদ্দিন, ইউপি সচিব মোঃ ইয়াজ উদ্দিন,
প্যানেল চেয়ারম্যান
জনাব মোঃ বাদশা আলম (লিকসন )
উপস্থিত ছিলেন বিএনপির যুবদলের
সভাপতি জনাব,
মোঃ জোবায়ের হোসেন রাজিব চৌধুরী।
মনপুরা বিএনপি’র যুবদলের সাবেক সহসভাপতি মোঃ নিজাম উদ্দিন শাহেদ।
উপস্থিত রয়েছেন সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বার গণ
মনপুরা উপজেলা নির্বাহী অফিসার
জনাব মোঃ সাইদুজ্জামান (টিএনও) স্যার
স্বাগত বক্তব্য মাধ্যমে সকলের পরিচয় তুলে ধরেন এবং সামুদ্রিক কার্ড দাড়ি জেলেদের মাঝে চাল বিতরণ শুরু করেন, এবং বলেন আপনারা সুন্দর পরিবেশে ধারাবাহিক ভাবে ট্যাক অফিসার নিকট জেলে কার্ড নাম্বার দিয়ে চাল নিয়ে যাওয়ার অনুরোধ রইলো,
তিনি বলেন জেলে ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনার একটু দয়া করে শুনুন,১৩ অক্টোবর থেকে ৩ নে নভেম্বর পর্যন্ত
নদীতে যখন মা ইলিশ ধরার অভিযান দিবে দয়া করে সকলে মা ইলিশ ধরা থেকে মুক্ত থাকবে