তপন দাস, নীলফামারী
নীলফামারীর ডোমারে উপজেলা স্কাউট ভবন নির্মাণের নির্ধারিত জায়গা পরিদর্শন শেষে বৃক্ষরোপণ করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মঙ্গলবার ৮ অক্টোবর দুপুরে উপজেলার হেলিপ্যাড মাঠ সংলগ্ন স্কাউট ভবনের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শনে যান তিনি। এসময় স্কাউট নেতৃবৃন্দ ও সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান। এরপর স্কাউট ভবনের জায়গায় বৃক্ষরোপণ করেন নবাগত জেলা প্রশাসক।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ, স্কাউট কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসী,স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সহযোগী সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, জেলা স্কাউট কমিশনার বিনয় কুমার রায়, ডোমার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হোসাইনী সুফী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, গ্রুপ সভাপতি আমিনুল হক বাবু, তূর্য্য বসুনিয়া প্রমুখ।
এছাড়াও স্কাউট দলের বিভিন্ন নের্তৃবৃন্দরা স্কাউট ভবনের জায়গা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।