মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
৮ অক্টোবর মঙ্গলবার মাদারীপুর জেলা রাজৈর পৌরসভার আলম দস্তার গ্রামে মহাসড়কের পাশে রবিউল মৃধা ৩২ পিতা মৃত ওহাব আলী মৃধা, লাশ সকালে স্থানীয় দেখতে পায় লাশ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে রাজৈর থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স সহ সরজমিনে আসে। ধান জমির হাটু পানির মধ্যে উপড় অবস্থায় পাওয়া যায় রবিউলের মৃতদেহ । রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সুরাত হাল পরীক্ষা করে দেখা যায় সারা শরীরে কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। পকেটে মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গিয়েছে। রাজৈর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর পোস্ট মটাম করার জন্য পাঠানো হয়। বাড়ি লোক রাতে প্রাথমিক খোঁজ করে পাওয়া নি বলে জানান। অপমৃত্যু না হত্যা এ ব্যাপারে ময়না তদন্তের পর জানা যাবে বলে থানা সূত্রে জানা যায়।