মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধি
সোমবার(৭ অক্টেবর ‘২৪) সকালে স্পীড বোট (sea lord) যোগে ৫ নং কলাতলী ইউনিয়নে পূজা মন্ডপ পরিদর্শনে আসেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উপজেলা নৌবাহিনী ও কোস্ট গার্ড | রাস্তা ভাঙ্গা এবং সাঁকো থাকার কারনে মনির বাজার থেকে পায়ে হেঁটে হিন্দু আবাসন অবস্থিত শ্রী শ্রী চর কলাতলী হিন্দু আবাসন সার্বজনীয় দূর্গা মন্দির এবং ভূবেনশ্বর মজুমদার বাড়ি শিব শক্তি দূর্গা ও কালি মন্দির পরিদর্শন করেন |
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে মন্দিরের নিরাপত্তা নিশ্চিতকরণে কলাতলী ইউনিয়নে অবস্থিত দুটি মন্দির পরিদর্শন করলেন মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান সাথে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার নাজমুল, কোস্ট গার্ড ও মনপুরা উপজেলা যুবদল এর সাবেক সভাপতি যোবায়ের হোসেন রাজীব চৌধুরী |
এ সময় উপস্থিত মন্দির কমিটির সভাপতি ও হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় করেন | তিনি বলেন , জেলা প্রশাসক এর পক্ষ থেকে সোলার প্যানেল সাপোর্টেড দুটি সিসি ক্যামেরা দেওয়া হবে এবং
সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে, এবং যে কোন সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন | আপনারা নিজেরা একটু সতর্ক থাকবেন, দুষ্কৃতি কারীরা যাতে কোন ক্ষতি করতে না পারে , বুঝতে পারলে সতর্ক করবেন, যদি বুঝেন সতর্ক করে কাজ হবে না তাহলে জানাবেন, সে টোটালি ভেনিশ হয়ে যাবে |
এই বছর দুর্গাপুজোর মহানবমী পড়েছে আগামী ১২ অক্টোবর ২০২৪ শনিবারে। নবমী ও দশমী এ বার একই দিনে পড়েছে। এই কারণে এই বছর একই দিনে হবে নবমী ও দশমীর পুজো।
আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে নবরাত্রি। এরপর দেবীকে বিদায় জানিয়ে বিজয়া দশমী পালন করবে হিন্দু সম্প্রদায় |