বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে সক্রিয় হয়েছে অবৈধ ডলার পার্টি। মানুষকে বিদেশী ডলার দেওয়ার আশ্বাস দিয়ে ডেকে এনে লাখ লাখ টাকা লুট করছে নকল ডলার পার্টির সদস্যরা।
উপজেলার শিবরামপুর, ভোগনগর,শতগ্রাম, পলাশবাড়ী ও মরিচা ইউনিয়নের কয়েকটি গ্রামে জমজমাট নকল ডলার ব্যবসা চলছে বলে অভিযোগ রয়েছে।
গত ৭ অক্টোবর দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের ধুলাউরী এলাকায় ১১ ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য নরসিংদী জেলার আবুল হোসেন নামের এক কার চালকের ৫ লাখ ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়ে সর্ব শান্তের অভিযোগ হয়েছে বীরগঞ্জ থানায়। তারা ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে জানান ভুক্তভোগী আবুল হোসেন। তিনি জানান, রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বারিক নামের এক ডলার প্রতারণা চক্রের সক্রিয় সদস্য সাথে যোগাযোগ হয়। একপর্যায়ে ডলার দেওয়ার আশ্বাস দিয়ে গত ৭ অক্টোবর ঠাকুরগাঁও জেলায় ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে ৫ লক্ষ টাকা প্রতারণা করেন সক্রিয় সদস্যরা। এবং আমাকে জানে মারে ফেলার হুমকি প্রদর্শন করেন নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
জানা গেছে, বীরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নকল ডলার ব্যবসা চলছে। এসব নকল ডলার ব্যবসায়ীদের প্রতারণার শিকার হচ্ছেন দূরদূরান্তের মানুষ।
বিশেষ করে উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর, ভোগনগর ইউনিয়নের ধুলাউরী বাজার, পলাশবাড়ী ইউনিয়নের ডলারের মোড়, মরিচা ইউনিয়নের চৌধুরীপাড়াসহ কয়েকটি এলাকায় নকল ডলার প্রতারকদের দৌরাত্ম বেড়ে গেছে। প্রায় সময়ই এসব এলাকা ডলার প্রতারক কর্তৃক প্রতারণার খবর পাওয়া যাচ্ছে।
প্রথমে ডলার প্রতারকরা ফেসবুক ও মোবাইল ফোনসহ বিভিন্ন মাধ্যমে দূরদূরান্তের মানুষের সাথে সম্পর্ক তৈরি করে থাকেন। পরে তাদের কম মূল্যে বেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে এলাকায় এনে সর্বস্ব হাতিয়ে নিয়ে বিদায় করে দেওয়া হয়। একই সাথে পুলিশকে জানালে হুমকি ধামকিও দেওয়া হয়। চক্রটি ভিন্ন কৌশল ব্যবহার করে প্রতিনিয়ত জমজমাট প্রতারণা করে যাচ্ছেন। অনেকে ভয়ে মুখ খুলতে চান না।
কয়েকদিন পূর্বে ভোগনগর ইউনিয়নের ধুলাউরী এলাকায় নকল ডলার ব্যবসা প্রতারণার দায়ে সম্প্রতি দুই জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় বীরগঞ্জ থানা পুলিশ। এরপরও থেমে নেই প্রতারক চক্রটি। শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম ডলার প্রতারনা ঘটনায় বীরগঞ্জ থানায় আটক হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়। স্থানীয়দের দাবি প্রতিনিয়ত এই অবৈধ ব্যবসা করে যাচ্ছে চক্রটি। এদের প্রতারণায় কয়েকজন নারীও জড়িত রয়েছেন।
এই চক্রের সদস্যদের ধরতে না পারলে তারা আরও বিস্তার লাভ করতে পারে। এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, অবৈধ ডলার ব্যবসায়ীদের বিরুদ্ধে বীরগঞ্জ থানা পুলিশ সব সময় তৎপর থাকায় তারা অন্য এলাকায় গিয়ে প্রতারণা করার চেষ্টা করছে। এই চক্রটির ব্যাপারে আমরা জিরো টলারেন্সে রয়েছি। কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তিনি সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ডলার চক্রের সদস্যদের ধরিয়ে দিতে ও তাদের সম্পর্কে তথ্য দিতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।