মোস্তাক আহমেদ (বাবু) রংপুর।
জানা যায় ঃ রংপুরের পীরগাছা উপজেলার ৪নং অন্নদা- নগর ইউনিয়নে গত,০৯ /১০/২০২৪ ইং রোজ বুধবার সাত- দরগা বাজার থেকে,আনু-মানিক বিকেল ৫,৪০ মিনিটের সময় তারিকুল ইসলাম,পিতাঃ মৃত আব্দুল আজিজ মিয়ার ছেলের বাই,সাইকেলটি চুরি হয়। বিশিষ্ট ব্যবসায়ী সোলাই- মানের বাড়ির সামনে,মেইন রোডের পাশে বৈদ্যুতিক খাম্বার সঙ্গে হেলান দেয়া ছিল। পরে,মোঃ তরিকুল ইসলাম তাহার বাই সাইকেলটি অনেক খোঁজা খুঁজি করে,না পাওয়ায়,সাত- দরগা বাজার কমিটির,হাট ইজারাদার মোঃ এনামুল হককে বিষয়টি জানালে। তিনি,সঙ্গে সঙ্গে বাজারে থাকা ১৬টি ক্যা- মেরার সিসি ফুটেজ,চেক করে চোরকে শনাক্ত করেন ।
উল্লেখ্য যে,, চোর চক্রের সদস্যরা হলেন, ১/ মোঃ জাহিদুল ইসলাম,(১৯) পিতা আব্দুল জব্বার,গ্রাম,প্রতাপ জয়সেন, আরেকজন সহযোগী হলেনঃ ২ /মোঃ আমিনুল ইসলাম (২৬) পিতা,মোঃ সোলাইমান হোসেন,গ্রাম,প্রতাপ জোসেন। মূলত তারা বাজার টাইমে,সাইকেলটি চুরি করে নিয়ে যায়, তাদেরকে ধরে নিয়ে এসে। বাই সাইকেলের সন্ধান জানতে চাইলে,প্রথমে অস্বীকার করেন,পরে চাপ প্রয়োগ করলে তা, স্বীকার করেন,বলে জানান হাট,ইজারাদার এনামুল হক।
এ বিষয়ে,, চোরের শিকারোক্তি নিয়ে চোরের সঙ্গে ব্রাহ্মণি- কুন্ডা বাজারে,ভাঙ্গারি দোকানে নিয়ে যায়,সেখানে গিয়ে জানা যায়। বাই-সাইকেলটি ১২০০ টাকায় বিক্রি করার কথা,জানতে পরে যায়। সেখান থেকে ১২০০টাকা দিয়ে বিক্রিত বাই সাইকেলটি,ফিরি নিয়ে আসেন। সত দারগা বাজার হাট ইজারাদার এনামুল হক।