মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমদ, ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার ফুলপুর উপজেলার পৌরসভা, পয়ারী ও রহিমগঞ্জ ইউনিয়ন পরিদর্শন করেন।
আজ১১ অক্টোবর শুক্রবার পূজা মন্ডপ পরিদর্শন করেন।
এসময় সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারি ও স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব-২০২৪ উদযাপনে উৎসবমূখর পরিবেশে যাতে কোন প্রকার বিশৃংখলা না ঘটে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষ নজরদারিতে রয়েছে।
এবারে শারদীয় দুর্গাপূজা , ফুলপুর উপজেলায় মোট ৩৬টি পূজা মন্ডপ রয়েছে। প্রতি পূজা মন্ডপে ০৬ জন করে আনসার বাহিনীর সদস্য কর্তব্য পালনে নিয়োজিত রয়েছেন এবং ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা মন্ডপ ২৪ ঘন্টা মনিটরিং এর জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা সবাই মিলে একটি টিম ওয়ার্ক নিয়ে কাজ করে যাচ্ছি প্রতিটা পূজা মন্ডপে নির্বিঘ্নে যেন পূজা উদযাপন করতে পারে এই লক্ষ্য অর্জনে সকলে সাহায্য সহযোগিতা প্রয়োজন।