মোঃ সালাউদ্দিন:- পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির শান্তি সম্প্রতি উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় (১০ অক্টোবর) শুক্রবার খাগড়াছড়ির ২৪ আর্টিঃ ব্রিগেড,গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বপরিবারে গুইমারা উপজেলাধীন ০৩টি পূজা মন্ডপ পরিদর্শন ও ৩টি পূজা মন্ডপে মোট একলক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় গুইমারা কালী মন্দির (দার্জিলিং টিলা)-৫০০০০টাকা। গুইমারা হরি মন্দির (ডাক্তার টিলা)-২৫০০০ টাকা।গুইমারা চন্ডী মন্দির (বাজার পাড়া)-২৫০০০টাকা। সর্বমোট একলক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি জি অধিনায়ক ৩ ফিল্ড রেজিঃ আর্টিঃ সিন্দুকছড়ি জোন, মেজর খালেদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, পিএসসি (বিএম)২৪ আর্টিঃ ব্রিগেড, মেজর মো: মাসনুর ইসলাম জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কমান্ডার সহ পূজা মন্ডপের দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ।
সকলকে শান্তি, সম্প্রীতি, বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান ও এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সচেতনতা মূলক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এধরনের জনসেবা মুলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন রিজিয়ন কমান্ডার।