এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়নের গ্রেফতার ও বিচারের দাবিতে শুক্রবার (১১ই অক্টোবর) বিকালে শেরপুরের শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের লংগরপাড়া বাজারে সর্বস্তরের তৌহিদী জনতা ও মুুসল্লীগণের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে খড়িয়া কাজির চর ইউনিয়নের তৌহিদী জনতা ও সর্বস্তরের মুসল্লীগণ ভারতের ভন্ড পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ন কর্তৃক বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শানে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লংগর পাড়া বাজার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন মাওলানা আমিনুল ইসলাম আল আমিন, মাওলানা আবু সাঈদ (হাবিব), হাফেজ মাওলানা শামস উদ্দীন, মাওলানা বেলাল হোসাইন, হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মুহাইমিনুল ইসলাম, মাওলানা ফয়জুর রহমান, ডা. মো. খাইরুল আনাম (শামীম), মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা মামুনুর রশীদ হক্কানি, মাওলানা জুয়েল, মাওলানা জুবায়ের প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভন্ড হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ যে কটুক্তি করেছে তাই এই দুই ভন্ড শয়তানকে দ্রুত গ্রেফতার করে তাদের শাস্তি দিতে হবে বলে তারা এমনটাই বলেন।