কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :
কিশোরগঞ্জে হোসেনপুরে পানিতে পড়ে গিয়াস উদ্দিন (৮২) নামে এক মানষিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের মৃত আমজত আলীর ছেলে।
জানা যায়, ১১ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা থেকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। তার সন্ধান পেতে মাইকিং করে । না পেয়ে সন্দেহ বশত বাড়ির পাশের পুকুরে জেলেদের মাছ ধরার জাল দিয়ে টান দেন। এক পর্যায়ে মাছের সাথে ভেসে আসে বৃদ্বার লাশ। পরে সেখান থেকে লাশ বাড়িতে নিয়ে যায় তার পরিবার। ১২ অক্টোবর (শনিবার) সকাল নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।