স্টাফ রিপোর্টার::
বিগত ১২ সেপ্টেম্বর দৈনিক আমার সংবাদ পত্রিকা ও অনিবন্ধিত একটি অনলাইন পোর্টাল দৈনিক পাবলিক বাংলা পত্রিকায় প্রকাশিত সংবাদ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আব্দুল কদ্দুছ,তিনি বলেন প্রকাশিত সংবাদ টি আমার নজরে আসে এই সংবাদটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত, সংবাদে অবৈধ ক্ষমতার দাপটে নিরিহ মানুষের ভোগ দখলে থাকা সরকারি খাস জমি জোর পুর্বক দখলে অভিযোগ আনা হয়েছে এ রকম একটি সংবাদ আমাকে জরিয়ে দেয়া হয়েছে দেখে আমি বিস্মিত হই এবং এই ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানাই,সংবাদে আমার উপর অভিযোগকারীরা আমার আত্নীয় হয় পকৃতপক্ষে এদের অত্যাচার আর দাপটের কাছে আমি আমার পরিবার খুভ অসহায় নিয়ামতপুর গ্রামের এরা আপন দুই'সহোদর আব্দুল মতিন ও রুবেল আহমদ,মূলত তাদের ছত্রছায়ায় কিছু লাঠিয়াল বাহিনীদিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে এরা অন্যোন্য ভূমি নেওয়ার জন্য ভয়ভীতিসহ সকল প্রকার শক্তি প্রয়োগ করে,আমি ও আমার পরিবার এদের ভয়ে আদালতে মামলা দায়ের করি।আমি ও আমার পরিবার এদেরদ্বারা অনেক নির্যাতিত হয়ে আসছি,সংবাদ মাধ্যমে এমন মণগড়া সংবাদ প্রকাশে সামাজিক ভাবে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে তাই এমন সংবাদ প্রকাশে আমি তীব্র প্রতিবাদ জানাই,এ বিষয়ে আমি অনোরুধ করবো পকৃত সত্য প্রকাশে গণমাধ্যম সব সময় সত্যের পাশে থাকবে।