1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ফরিদপুরে অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন রোওয়া ক্যং প্রজেক্ট উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান: বাকেরগঞ্জের ইউওনোর সাথে ভরপাশা ইউনিয়ন সোসাইটি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবকের মৃত্যু গাজীপুরের পূবাইলে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন তারুণ্যের উৎসব উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে যুব সমাবেশ অনুষ্ঠিত শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-০২জন রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, ফুলের মেলায় সতেরটি দেশের জাতীয় ফুল প্রদর্শনী ভাঙ্গায় চেয়ারম্যান-মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত- ১০, পাচটি বাড়ি ভাংচুর, নওগাঁয় শীতার্ত মানুষের পাশে দাড়ালো ১৪ বিজিবি

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

 

মোঃ এনামুল চৌধুরী ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বিষাক্ত অ্যালকোহল পানে তুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু
হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) দিবাগত রাতে তারা দুজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ওই দুই ছাত্রী হলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরা জেলার শালিখা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে।  অপরজন একই কলেজের ডিগ্রির শিক্ষার্থী রত্না সাহা (২৬)। তিনি ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আমগ্রাম এলাকার রতন কুমার সাহার মেয়ে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতবার মোড়ে একটি মেসে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় পূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও ধারনা করা হচ্ছে বিষাক্ত অ্যালকোহল পানে তাদের মৃত্যু হতে পারে।

তাদের বাসায় থাকা অপর চাকরিজীবী নারী বিথি সাহা বলেন, অবস্থা ক্রমশ অবনতি ঘটলে রাতে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়, আরেকজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে মারা যান।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই দুই তরুণীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ( ওসি) আসাদউজ্জামান বলেন,  সকালে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয় দুই নারী অ্যালকোহল পানে মৃত্যু হয়েছে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বের হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি