আব্দুল মজিদ (কাজিপুর-সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জামায়েত ইসলামের কাজিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ | উপজেলা শাখার আমীর জাহিদুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি মোঃ শাহীনুর আলম এর নেতৃত্বে উপজেলার মেঘাই পুরাতন বাজারস্থ মডেল মসজিদ থেকে মোটর সাইকেল শোডাউনের মধ্য দিয়ে উপজেলার চৌরস্তা মোড় অতিক্রম করে পূজা মন্ডপ পরিদর্শনের জন্য নেতৃবৃন্দ যাত্রা করেন ৷
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মোটর সাইকেলসহ দুই শতাধীক নেতৃবৃন্দ | শনিবার বাদ যোহর থেকে বাদ মাগরিব পর্যন্ত উপজেলার বেশ কয়েকটি পূজা মণ্ডল পরিদর্শন করেন ৷
পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায়ের নেতা ও বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি - সাধারণ সম্পাদক গণের সঙ্গে মতবিনিময় করা হয় ৷ কাজিপুর উপজেলার পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এবং পূজামণ্ডপে আগত ভক্ত বৃন্দ ও দর্শনাথীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতারা৷
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বর্তমান বাংলাদেশ এবং আমরা যারা বাংলাদেশ জামায়েত ইসলাম লালন করি এবং কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকলেই কাজ করে যাচ্ছি। কোথাও সামান্যতম সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনারা আমাদের জানাবেন আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করব ইনশা আল্লাহ' ৷ পরিদর্শন শেষে নেতাকর্মিদের সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন ওই নেতারা৷