স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ তাহিরপুর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন করেছেন তাহিরপুর উপজেলার ছাত্রদলের নেতৃবৃন্দ।
শনিবার (১২ই অক্টোবর) রাত সাড়ে ৬ টার দিকে তাহিরপুর উপজেলার উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ছাত্রদলে আহ্বায়ক আবুল হাসান রাসেল,
যুগ্ম আহ্বায়ক দেবাশীষ সরকার, রাহাত হাসান রাব্বি,সদস্য মিনহাজুল হক, আরমান, তাহিরপুর উপজেলা ছাত্রদল নেতা জানে আলম,আবুল হাসনাত রাহুল,আকাশ,আফসান প্রমুখ।
তাহিরপুর উপজেলা ছাত্রদলে আহ্বায়ক আবুল হাসান রাসেল বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। স্বৈরাচারের অনুসারীরা এখনো ষড়যন্ত্র করছে। তাহিরপুর উপজেলার ছাত্রদল সনাতন সম্প্রদায়ের ভাই-বোনদের পূজা মণ্ডপ বাড়িঘর,ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় কাজ করছে একইসাথে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সহায়তা করার লক্ষ্যে পাহারা দিচ্ছে বলে জানান তাহিরপুর উপজেলার ছাত্রদল।