মোঃ সুজন বেপারী – মুন্সীগঞ্জের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজা মন্ডপসমূহ পরিদর্শন করলেন শিল্প উপদেষ্টা, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে নির্বিঘ্নে উদযাপন করতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন পূজা মন্ডপ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
শনিবার (১২ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন পূজা মন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান ও পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়।
উপদেষ্টা মহোদয় পূজা মন্ডপ পরিদর্শনকালে পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান সহ সকলকে সরকারি নির্দেশনা সমূহ মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি যথাসময়ে পূজা বিসর্জনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সমাপ্তির আহ্বান জানান।
পরিদর্শনকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সেচ্ছাসেবী এবং সনাতন ধর্মাবলম্বী সাধারণ জনগন উপস্থিত ছিলেন।