হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদারে সার্বক্ষনিক টহল অব্যাহত রেখেছেন। উপজেলার পৌর এলাকায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক ফৌজিয়া খান। শনিবার( ১২ অক্টোবর) অপরাহ্নে পৌরসভার অন্তভুক্ত শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া পূজা মন্ডপ সহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় কিশোরগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ফরিদ -আল- সোহান,হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মারুফ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল, সমাজসেবা কর্মকর্তা মো: এহছানুল হক, ওসি তদন্ত টুটুল উদ্দিন।হোসেনপুর উপজেলা প্রেসক্লাবে সহ সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল, দপ্তর সম্পাদক সাংবাদিক মাহফুজ রাজা,জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নারায়ণ দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি মজুমদার,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী অমল চন্দ্র দেব জগাই, নরসিংহ জিউড় আখড়ার সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র বনিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক মন্দির কমিটির সভাপতি সম্পাদকের নিকট উৎসব বিষয়ে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে জেলা প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র উপহার বিতরণ করেন।