চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা
হিন্দু সম্প্রদায়ের পূজার উৎসব কে কেন্দ্র করে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোয়ারদার মধ্যে দিয়ে পালিত হয়েছে। সনাতনধর্মাবলম্বী দের শারদীয় দূর্গ পূজা ও ” পতি মা ” বিষর্জনকে ঘিরে অনুষ্ঠিত। আজ ১২ই অক্টোবর রোজ শনিবার। দশমীর শেষে হিন্দু সম্প্রদায়ের পূজার উৎসব জনতার পূজা মন্ডপ পরিদর্শন করেন। এর পাশাপাশি ৫ই আগস্ট ছাত্র বৈষম্যের আন্দোলনে বিজয়ী পর। দেশে থমথমে অবস্থা মধ্যে দিয়ে দিন কাটলে। বর্তমানে কিছু উৎকন্ঠা ধর্মী বিরোধী লোকের।মাজার ও মন্দির ভাঙ্গা সহ বিভিন্ন অনৈতিক কাজের জড়িতদের দেশের বিভিন্ন স্থানে অশৃঙ্খলাতা বিরাজ করছে।তাই অর্ন্তবর্তীকালিন সরকারের নির্দোশনায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর, পুলিশ, আনসার ব্যাটালিয়ান,নৌ- বাহিনী,র্য্যাব সহ দায়িত্ব পালন করছেন প্রতিটা পূজা মন্ডপে। ১২-১০-২০২৪ তারিখ সন্ধ্যায় সনাতনধর্মলম্বীদের পূজা মন্ডপ পরিদর্শনে আসেন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহীনি ও বিএনপি আনোয়ারা উপজেলার যগ্ম আহ্বায়ক কমিটির সদস্য বিন্দু ইকবাল হায়দার, কাফকোর কর্মকর্তা ফরিদ খান সহ ছাত্র দল,যুব দলের নেতৃ বিন্দুরা তার মধ্যে অতিথি আপপায়ন সহ কিছু আশ্বাসবাণী বক্তব্য রাখেন বিএনপি সিনিয়র সদস্যরা।