মোঃ সুজন বেপারী : মুন্সীগঞ্জ সদর উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শনে মিরকাদিম পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ আর্থিক অনুদান ও উপহার বিতরণ করেন।
১২ই অক্টোবর মিরকাদিম পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে এ আর্থিক অনুদান দেন বিএনপি সভাপতি।
মিরকাদিম পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ্ব জসিমউদ্দীন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে । সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।
এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌরসভার বিএনপির সাধারণ-সম্পাদক, ওবায়দুর রহমান বকুল ও সাংগঠনিক সম্পাদক আল হেলাল রয়েলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।