স্টাফ রিপোর্টার::
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ১১ অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দুই টাকায় স্কুলের উদ্যোগে আলোচনা সভা ও শিশুতোষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দুই টাকায় স্কুল র সভাপতি মোঃ বদিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ইউএসটিসি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া।
দুই টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা শিশুবন্ধু মোহাম্মদ আলী র উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সি প্লাস টিভির প্রধান সম্পাদক মোঃ আলমগীর অপু, ৭১ টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ সাইফুল ইসলাম শিল্পী, দি বাংলাদেশ টুডের চট্টগ্রাম ব্যুরো প্রধান এস এম আকাশ, মাই টিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ নুরুল কবির।
উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, দেশ উন্নয়ন হলেও উন্নতী হয় নি দেশের লাখ লাখ পথশিশুদের জীবন মান; শিশুরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে এবং দিন দিন পথশিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে যা আগামী বাংলাদেশের জন্য চরম হুমকি। আর তাই এখন থেকে পথশিশুদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়া সহ শিশুদের ক্ষেত্রে বৈষম্য রোধ করে সকল শিশুর সম অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন অতিথি বৃন্দ।
এই সময় আরও বক্তব্যে রাখেন, দুই টাকায় স্কুল এর সহ সভাপতি মোঃ আবুল হাশেম, রোকেয়া খানম, অর্থ সম্পাদক উৎপল কুমার দাশ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিফা, মহিলা ও শিশু সম্পাদক মুন্নী বড়ুয়া, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, সমাজ সেবক মোঃ মঞ্জুর আহমেদ, মুন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফয়সাল মুন,ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ আল মামুন, ওমরশাহ পাড়া মডেল স্কুল এর প্রধান শিক্ষক হাফিজুর রহমান, দুই টাকায় স্কুল এর শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস মীম, অন্তু আক্তার, তিশা আক্তার, তাহসিনুল ইসলাম, হারিসা খানম সুখী, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বন্দর ৩৮ নং ওয়ার্ড কমিটির আহবায়ক মোঃ জাহেদ, যুগ্ম আহবায়ক মোঃ আশরাফ আলী সম্রাট, সদস্য সচিব মোঃ আমিনুল ইসলাম সাব্বির সহ অন্যান্য নেতৃত্বে বক্তব্য রাখেন।