স্টাফ রিপোর্টার::
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সীমান্তে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ও মনোবল বৃদ্ধিতে সীমান্তবর্তী এলাকার পূজা বিসর্জন গুলোতে কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জ।
রবিবার সকালে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে দূর্গা পূজার বিসর্জনে আনন্দ উৎসবে মেতেছিল মানুষ। বিজিবি"র লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির এর উপস্থিতি ও তাদের কড়া নজরদারিতে কাইতকোনা, কাশিপুর, আমড়া পাড়া পূজা মণ্ডপে বসেছিল মিলন মেলা। বিজয়া আনন্দে তাঁরা অটুট ছিল। তবে দুপুর ঘনিয়ে আসার আগেই পূজা বিসর্জন হলে শেষ হয় এ মিলন মেলা। উল্লেখ্য এ বছর জেলার বিভিন্ন সীমান্তে ২০টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হলে শান্তিপূর্ণভাবে বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হয়।