আব্দুল জব্বার রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ- সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ রবিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাছিম ইকবাল, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, বিএনপি সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস স্টেশন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা এবং প্রস্তুতির বিষয়ে মহড়া প্রদর্শন করে। এসময় বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।