1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ, বিএনপি সংঘর্ষে বিএনপি'র ২০ নেতাকর্মী আহত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
মোরেলগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এর সাথে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি বাবু দীপন তালুকদার দিপুর সৌজন্যে সাক্ষাৎ সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদারে বাংলাবান্ধায় কাশিমগঞ্জ বিওপি’র ক্যাম্প উদ্বোধন কলকলিয়া ইউনিয়নের প্রসুতি মায়েদের নির্ভরতার প্রতীক কামারখাল উপ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ঠাকুরগাঁওয়ে মধ্যযুগীয় কায়দায় চুরি নরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত সাংবাদিক রবিনূর মিয়ার বাবার ৬ষ্ঠ তম মৃত্যু বার্ষিকী আাজ চট্টগ্রাম নগরীর ২৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত ৩৫বছর পূর্বে স্কুল জীবনের স্মৃতিকে তুলে ধরলের- মানিক চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পক্ষের ওপর অন্য আরেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের হামলা

ভাঙ্গুড়ায় আওয়ামী লীগ, বিএনপি সংঘর্ষে বিএনপি’র ২০ নেতাকর্মী আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৭ বার পড়া হয়েছে

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ক্লাবের চাবি ও হিসাব নেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ, বিএনপি সংঘর্ষে বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকায় এবং তিনজনকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। বাকিরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে। রাতে ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, ওসি শফিকুল ইসলাম এবং সেনা সদস্যরা হাসপাতালে আহতদের দেখতে আসেন।

অনুসন্ধানে জানা যায়, পুকুরপাড় গ্রামে উদয় সংঘ নামে একটি সামাজিক সংগঠন রয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। বেশ কিছুদিন ধরে এই সংগঠনের কার্যালয়ের চাবি সংগঠনের সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা আব্দুস সালাম ফকিরের কাছে আছে। সম্প্রতি আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির উপদেষ্টা ফয়জুল করিম, স্থানীয় আওয়ামী লীগ নেতা সানোয়ার হোসেন, আহম্মদ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ও পুকুরপাড় আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী সালাম ফকিরের কাছ থেকে চাবি চাইলে সালাম ফকির জানায় চাবিটি ক্লাবের সদস্য হেলালের কাছে রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যায় হেলালকে ডেকে নিয়ে এসে চাবিটি আওয়ামী লীগ নেতার কর্মীদের কাছে দেয় সালাম ফকির। এরপরেও আওয়ামীলীগ নেতা ফয়জুল, সানোয়ার, রাজ্জাক, রওশন ও আহম্মদ আলীর নেতৃত্বে শতাধিক নেতা কর্মী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালাম সহ তার লোকজনের উপর হামলা চালায়। এতে ২০/২২ জন বিএনপির নেতাকর্মী মারাত্মক আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন, পুকুর পাড় গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী কালাম, আকরাম, সাদ্দাম, কালাম-২, গাজী, জব্বার, ঈমন, মমিন, ছাব্বির, শাহিন, হেলাল, তালেব, আলো প্রমানিক। এছাড়া আহত নিরজাপ, সাহাদত, ছানোয়ার হোসেনকে পাবনায় এবং আব্দুল মালেককে ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নিতে পুকুরপাড় গ্রামের একাধিক আওয়ামী লীগ নেতাকে ফোন করা হলেও রিসিভ করেননি।

পার্শ্ববর্তী শ্রীপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোঃ শরীফ উদ্দিন জিন্নাহ আলী বলেন, শুনেছি ক্লাবের চাবি এবং টাকা পয়সা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ২০-২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ক্লাবের চাবি নিয়ে হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারীদের মধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য পাবনা ও ঢাকা পাঠানো হয়েছে। পরবর্তীতে বিষয়টি অধিকতর অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মোঃ আব্দুল আজিজ

ভাঙ্গুড়া, পাবনা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি