চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আহমদ রেজা
শারদীয়া দূর্গ পূজার ৫ম দিবসের পর আজ ১৩-১০-২০২৪ সনাতন ধর্মাবলম্বী ১২১ টি মর্তি মধ্যে পারকী সমুদ্র সৈকত সহ পতেঙ্গা সমুদ্র সৈকত তীরে পতি মা জলাঞ্জলি দিতে ব্যস্ত সময় কাঠাছেন সনাতন ধর্মাবলম্বীরা। সকল পরিস্থিতি অপেক্ষা করে।আইন শৃংঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা জোয়ারদা করেন।পতি মা জলাঞ্জলিতে পরিদর্শনে উপস্থিত ছিলেন। কর্ণফুলীর ভারপ্রাপ্ত অফিসার সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা আনোয়ারা বিএনপির যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হায়দার, সিনিয়র সদস্য ১নং বৈরাগ ইউনিয়নের মো রহিম,প্রশাসনিক ভারপ্রাপ্ত অর্ন্তবর্তী সরকারের ম্যাজিস্টেট দায়ীত্ব নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী,কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত ডিউটি অফিসার আই সি মিজানুর রহমান, এস আই ওয়াহাব, কোস্ট গার্ড,আনোয়ারা উপজেলার অগ্নি ও দূর্ঘটনার ঝাপিয়ে পড়া নিরাপত্তার ফায়ার সার্ভিস টিম,সহ সকল নিরাপত্তার মধ্য আজ সন্ধ্যায় পতি মা জলাঞ্জলি সমপ্তি হয়।