বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে “আগামী প্রজন্মকে স্বক্ষম করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও ভূমিকম্প/অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে উপজেলা চত্বর হতে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেষ হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্ল্যাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী। আলোচনা শেষে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের আগুন নিভানোর মহড়া প্রদর্শন দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মোসলেম উদ্দিন, টিম লিডার মোঃ শহিদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যগন, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোছাঃ করিমন নেছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বীরগঞ্জ এপির সুজালপুর এর প্রোগ্রাম অফিসার সাধন দাস, বীরগঞ্জ এপির যুব ফোরাম এর সভাপতি নুরনবী ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা।