জাকির, সাভার প্রতিনিধিঃ সোমবার ১৪ অক্টোবর সন্ধ্যায় সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নের পূর্বহাটি এলাকার ঈদগার মাঠে এই টুর্নামেন্ট-টি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট মোট ৩২ দলের খেলার খেলা হবে, এর মাঝে ১৪ই অক্টোবর সন্ধ্যা ৬:৩০ মিনিটে খেলা শুরু হয়।
এই রাতেই মোট দুইটি দলের খেলা হয়। বিকে স্পোটিং ক্লাব বনাম আমিনবাজার স্পোর্টিং ক্লাব এবং জয়নাবাড়ী তরুণ একাদশ বনাম জাকির এন্টারপ্রাইজ।
সাভার উপজেলা বিএনপি,সাবেক সভাপতি, ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে
ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোঃ আমান উল্লাহ সরকারের সঞ্চালনায় এই ইয়াজ উদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-টি অনুষ্ঠিত হয় ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, হাজী মোঃ লালন সরকার, তারা নগর বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, ৬নং ওয়ার্ড বি এনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, চিনি কামাল , হাজী লুৎফর রহমান, ইউপি সদস্য আলমাস উদ্দিন, কালাম মাস্টার, হাজী আ:বাতেন , বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন, মামলত খাঁ, ধারাভাষ্যকার ছিলেন সোহাগ ।
খেলা চলাকালীন সময়ে বাফুফের রেফারি সফিকুল ইসলাম ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেন ।