আজ ১৪ই অক্টোবর সোমবার, তোড়জোড় চলছে , রেড রোডে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে , ঠিক বিকেল সাড়ে চারটায়, বিসর্জনের শোভাযাত্রা ও কার্নিভাল উৎসব, তারই প্রস্তুতি চলছে রেড রোড সংযোগস্থলে।
১৫ই অক্টোবর মঙ্গলবার, সকাল থেকেই শুরু হয়ে যাবে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুপাতে, যে সকল পুজো কমিটি কার্নিভালের আমন্ত্রণ পেয়েছেন, সেই সকল প্রতিমা সকাল থেকেই প্রশেসনের মধ্য দিয়ে রেড রোডে সারিবদ্ধভাবে উপস্থিত হবে।
তাই একদিকে যেমন তোরজোর চলছে ডেকোরেটরদের, তেমনি প্রশাসনের নজরদারি চলছে রেড রোড সংযোগ স্থলের স্থানগুলি, যেখানে প্রধান অতিথি এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন,
আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন মন্ত্রীদের কাউন্সিলারগণ বিধায়ক এবং অন্যান্যরা,
যে সকল প্রতিমা উপস্থিত হবেন, তাহাদের মধ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ বিচারে, পুরস্কৃত ঘোষণা করবেন, একদিকে যেমন রেড রোডে ব্যস্ততা।
এমনি যে ক্লাব গুলি আমন্ত্রণ পেয়েছেন সেই ক্লাবগুলোতেও ব্যস্ততা চোখে পরছে, তারা প্রশাসনের জন্য সমস্ত কিছু রেডি করছেন। গড়িয়া হাট হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে শুরু করে অন্যান্য পুজো গুলি।
রিপোর্টার ,, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা