মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খানমরিচ ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে উপজেলার খানমরিচ ইউনিয়নের ময়দানদিঘী বাজারে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের আহবায়ক আখিঁরুজ্জামান মাসুম সবার উপস্থিতিতে কর্মী সমাবেশের উদ্বোধন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল খানমরিচ ইউনিয়ন শাখার আহবায়ক কোরবান আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমান মিজান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলার আহবায়ক মোঃ শফিউল আলম শফি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক ও পাবনা জেলা কৃষক দলের সদস্য সচিব অধ্যাপক সামছুর রহমান শামস।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম শফি বলেন, বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যেকোনো পরিস্থিতিতে কৃষক দলের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়াবে। জনকল্যাণে কাজ করবে।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল মালেক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাঙ্গুড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ মেহেদী হাসান পান্না,খানমরিচ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন,সাবেক সিনিয়র যুগ্ম আহব্বায়ক আনোয়ারুল হক,ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন মিলন,সাবেক যুগ্ম আহব্বায়ক আঃ কাশেম ফকির,সাবেক যুগ্ম আহব্বায়ক আবু বক্কার সিদ্দিক, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বক্কার সিদ্দিক,ইউনিয়ন যুবদলের আহবায়ক মকবুল হোসেন, সদস্য সচিব হাশেম মোল্লা,ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ও সাংগঠনিক সাদ্দাম হোসেনসহ কৃষক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মোঃ কোরবান আলীকে সভাপতি ও মোঃ মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষণা করেন, কর্মী সমাবেশের প্রধান অতিথি মোঃ সফিউল আলম সফি।
মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা