মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় চালককে ছুরিকাঘাত করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার(১৪ই অক্টোবর-২৪)দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহত ভ্যান চালক একই উপজেলার ভবানীপুর ভাটুপাড়া গ্রামের মোসলেম আলীর ছেলে সমশের আলী বলে জানা গেছে।
মঙ্গলবার(১৫ই অক্টোবর-২৪)সকালে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়,ভ্যান চালক সমশের আলী তাঁর ভ্যান নিয়ে প্রতিদিনের মতোই ভ্যান রাস্তায় বের হয়েছিলেন।পরে রাত ১০ টার দিকে স্থানীয় লোকজন সড়কের পাশ দিয়ে হাটাহাটি করার সময় মানুষের কান্নার আওয়াজ শুনতে পায়।পরে সেখানে গিয় ভ্যান চালক সমশের আলীকে পেটে ছুরি মারা অবস্থায় দেখতে পেয়ে আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়।সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সমশের আলীর পরিবার জানায়,যাত্রী সেজে ভ্যানে চড়ে কিছু দূর যাওয়ার পরে ধারালো অস্ত্র দেখিয়ে দুর্বৃত্তরা ভ্যানের চাবি চায়।চালক সমশের আলী ভ্যানের চাবি দূরে ছুঁড়ে মারলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে পেটে ছুরি মেরে গুরুতরভাবে আহত করে এবং তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পুলিশ জানিয়েছে,ঘটনাটির তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।