আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
অদ্য ইং ১৫/১০/২০২৪ খ্রিস্টাব্দ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকার সময় কালিগঞ্জ থানাধীন ০৩ নং তুষভান্ডার ইউপির কাশিরাম মৌজার করিমপুর নুরজাহান শামসুন্নাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর ধৃত আসামী মোঃ সুরুজ্জামান (২৫) পিতা ফজলুল হক মাতা শিউলি বেগম গ্রাম দক্ষিন জাওরানি মহিনপুর ৯ নং ওয়ার্ড,থানা হাতীবান্ধা জেলা লালমনিরহাট এর চালিত একটি নীল রঙের অটোতে যাত্রী বসানোর পিছনের সিটের হেলানো সিটে মধ্যে বিশেষ কায়দায় তৈরি বক্সের মধ্য থেকে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।