1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
খুলনায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক ও দখলবাজির স্থান বিএনপিতে নেই: মোস্তফা জগলুল পাশা পাপেল সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে  সচেতনতা সভা অনুষ্ঠিত  বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে সনাতনী মহাসমাবেশ অনুষ্ঠিত মৎস্য সম্পদ রক্ষায় সিংড়ায় ১৫০টি চায়না দুয়ারি জাল ধ্বংস সূত্রঃ আমন্ত্রণ পত্র রাউজানে সাজাপ্রাপ্ত আসামি এলজি ও রামদাসহ গ্রেফতার, কারাগারে প্রেরণ নড়াইলে কেরাম খেলে বাড়ি ফেরে নি শোয়েবুর,পরদিন পুকুরে মিললো মরদেহ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ শাখা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধার অসুস্থ সন্তানকে পারভেজ মল্লিকের চিকিৎসা সহায়তা প্রদান পিরোজপুরে প্রেসক্লাব কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলা

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৬ অক্টোবর বুধবার বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম কালবেলার ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। পরে খুলনা প্রেস ক্লাব থেকে একটি র‌্যালি বের হয়ে ক্লাবের ব্যাংকুয়েট হলে গিয়ে শেষ হয়। কালবেলার খুলনা রিপোর্টার বশির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে কালবেলা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা মাত্র ২ বছরে তার দৃঢ় উপস্থিতি প্রতিষ্ঠিত করেছে। কালবেলা সাধারণ মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। পত্রিকাটির সফলতা কামনা করছি। আপনারা এগিয়ে যান, বাংলাদেশের জনগণ আপনাদের পাশে আছে। বিশ্বাস করি কালবেলা আগামী দিনে জনগণের কন্ঠস্বর হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয় মো. তৈয়েবুর রহমানকে। তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর বিনাপারিশ্রমিকে কবর খুড়ে মানুষের দাফনে সহযোগিতা করছেন। কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে খুলনা গেজেট’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ সাকিব রায়হানের মা নুরুন্নাহার বেগম বলেন, আমি গর্বিত যে নতুন একটা দেশ পেয়েছি। আমি এখানে আসতে পেরেছি আমার ছেলের কারণে কোনদিনও কল্পনাও করতে পারিনি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। এই পত্রিকাটি যে ভালোভাবে চলে সেই কামনা করছি। অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক ও দৈনিক ইত্তেফাকের ব্যুরো প্রধান এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, খুলনা জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মাহমুদ সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারি এড জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল আলম, জাময়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেহ সহ সভাপতি মোঃ রাশিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচএম আলাউদ্দিন, খুলনা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য মিজানুর রহমান মিল্টন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নুর, মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোস্তফা জামাল পপলু, নয়াদিগন্তের খুলনা ব্যুরো প্রধান এরশাদ আলী, সমকাল খুলনার রিপোর্টার হাসান হিমালয়, সংগ্রামের ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানা, অধিকার খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাংবাদিক মোঃ নুরুজ্জামান, শামসুদ্দীন দোহা, দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক জিয়াউস সাদাত, এসএ টিভির খুলনা ব্যুরো চীফ রকিবুল ইসলাম মতি, ঢাকা পোস্টের ব্যুরো প্রধান মোহাম্মদ মিলন, প্রথম আলোর খুলনা প্রতিনিধি উত্তম মন্ডল, দেশ রুপান্তরের ব্যুরো প্রধান এসএম আমিনুল ইসলাম, সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল, ইনকিলাব ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল, খুলনা গেজেট’র স্টাফ রিপোর্টার একরামুল হক লিপু, সাংবাদিক মাসরুর হোসেন, বেল্লাল হোসেন সজল, রফিক আলী, তানজিম আহমেদ, সাইফুল ইসলাম, মানজারুল ইসরাম, এমএ সাদী, কামাল মোস্তফা, কালবেলার কয়রা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি