স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে জেলা গোয়েন্দাপুলিশ ডিবি-র হাতে ১৮ বোতল বিলাতি মদ সহ আটক ২ । মঙ্গলবার রাতে মল্লিকপুর নতুন বাসষ্টেশন সংল্গ্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজন কে আটক করা হয়।ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গোয়েন্দাপুলিশ ডিবি-র ওসি আমিনুল হক নির্দেশনায় এস আই পলাশ এএসআই নুরুন্নবী, এএসআই নজরুল সহ ডিবি পুলিশের একটি চৌকশ আভিযানিক টিম অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের শওকত আলীর ছেলে সাব্বির ও শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল মিয়ার ছেলে হেলাল মিয়া কে আটক করা হয়।আটক নিশ্চিত করে ডিবি-র ওসি আমিনুল হক জানান আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।