গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর তার প্রথম কার্য দিবসে বীরগঞ্জ প্রেসক্লাবে এলে সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বুধবার ১৬ অক্টোবর'২০২৪ সন্ধ্যা ৭টায় বীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বে স্থানীয় সকল সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় অফিসার ইনচার্জ সম সাময়িক নানান ঘটনা, মাদকের বিরুদ্ধে অভিযান, সার্বিক আইনশৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরে সবার সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন থানার চৌকস পুলিশ অফিসার এ, এস, আই, সিরাজ আওলাদ সুমন এবং কনস্টেবল মোঃ রফিক।
অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট মোশাররফ হোসেন, সহসভাপতি নাজমুল ইসলাম মিলন ও আরমান আলী, সাংগঠনিক সম্পাদক রেজা মোঃ তৌফিক, সাংবাদিক ফেরদৌস ওয়াহিদ সবুজ, তোফাজ্জল হোসেন,
রনজিৎ সরকার রাজ, কার্তিক ব্যনার্জি, বিকাশ ঘোষ, নাজমুল ইসলাম, গোকুল চন্দ্র রায় প্রমুখ।
অতিথি আপ্যায়নে সহায়তা করেছেন মোঃ মকবুল হোসেন।