আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি।
অদ্য তাং ১৬/১০/২০২৪ খ্রি: কালীগঞ্জ থানার মামলা নং-১৪, তারিখ-০৯/১০/২০২৪, ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০;, জিআর-৩২১/২৪(কালীঃ) এর এজাহারনামীয় আসামী মোঃ আজিজুল ইসলাম (২৫), পিতা মোঃ আমিনুল ইসলাম, গ্রাম; উত্তর দলগ্রাম,০৩ নং ওয়ার্ড, থানা – কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে জড়িত তদন্তে প্রাপ্ত গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরিফুল ইসলাম জয় (৩৪), পিতা- এছাহাক আলী, গ্রাম: চন্দ্রপুর ২। মোঃ বেলাল হোসেন, পিতা- মোঃ মোসলেম উদ্দিন, গ্রাম: মৌজা শাখাতি সরদারপাড়া, উভয় থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটদ্বয়ের তথ্য মতে কালীগঞ্জ থানাধীন উওর দলগ্রাম মৌজাস্থ বাবুল নেতার ইট ভাটা পশ্চিম পাশে জনৈক ইয়াকুব আলীর ধান ক্ষেতের ভিতর হতে চুরি যাওয়া অটো ইজি বাইকের বিভিন্ন স্থানের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।উদ্ধার কার্যক্রম পরিচালনা শেষে আসামীগণকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।