স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের হালতি বিল এলাকা থেকে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার(১৭অক্টোবর-২৪)সকাল ১০ টার দিকে নলডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে এসব জাল ধ্বংস করা হয়।বিষয়টি সংবাদ কর্মীদের নিশ্চিত করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক।
সূত্রে জানা যায়,বুধবার(১৬ই অক্টোবর-২৪)দিনভর উপজেলা মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্বে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।উক্ত অভিযানে হালতি বিল অধ্যুষিত খাজুরা খেয়াঘাট থেকে ৯৭টি,ইয়ারপুর খাল থেকে২৬টি এবং মাধনগরের বানিয়াপুকুর থেকে ২০টি অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ১৪৩টি অবৈধ জালের দৈর্ঘ্য প্রায় তিন হাজার মিটার।পরে বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেওয়ান আকরামুল হক সংবাদ কর্মীদের আরও জানান,মৎস্য ভাণ্ডার খ্যাত হালতি বিলে মৎস্য সম্পদের মৎস্য সুরক্ষা প্রদানে অভিযান অব্যাহত থাকবে।