বিস্তারিত ডেক্স রিপোর্ট
মাননীয়া উপদেষ্টা স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা
১ঃ ডামি চেয়ারম্যান (১নং পত্নীতলা ইউপি, হয় পত্নীতলা, নওগাঁ) অনতিবিলম্বে অপসারন ও আইনের আওতায় আনতে হবে।
-২ঃ আমি আমার ও আমার পরিবারের সবার ফাঁসি চাই"।
আমি মোঃ আজিবর রহমান (৭৫) আমি একজন গ্রামের সাধারন কৃষক। জনাব, আমার অভিযোগটি গুরুত্বসহকারে দেখবেন। আমার অভিযোগটি ডামি চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম (স্বপন), ১নং পত্নীতলা ইউপি, পত্নীতলা, নওগাঁ। তিনি ক্ষমতার অপব্যবহার তথ্য শক্তির জোরে তার পালিত 'লাঠিয়াল বাহিনী" মাধ্যমে দীর্ঘদিন ধরে মন্ত্রী, এমপি, উপজেলার চেয়ারম্যান ও প্রশাসনের ছত্রছায়ায় এাসের রাজত্ব কায়েম করে আসছে স্থানীয়ভাবে, বর্তমানে সে বিভিন্ন অঙ্গ-সংগঠন দলের ছায়াতলে ঢুকে অপকর্ম চালাচ্ছে। নিচে তার আপকর্মের আমলনামা তুলে ধরা হলোঃ
১. গ্রামে আমার একখানা জমি আছে সেখানে আমার বসত-বাড়ি ও সামান্য আম বাগান রয়েছে কিন্তু দুঃখের বিষয় প্রতিহিংসার শিকার আমি, দুর্নীতিবাজ, ভূমিখোর, চাঁদাবাজ টাকা লোভি বর্তমান ডামি চেয়ারম্যান মোঃ ওবায়দুল ইসলাম (স্বপন) বসত- বাড়ি ও বাগান দখলের চেষ্টা করে ও ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করিলে আমার বাগান ও বসত-বাড়িতে তার পালিত "জুয়েল/ফয়জুল/আনোয়ার লাঠিয়াল বাহিনী" দ্বারা হামলা করে (যার প্রমান সিসি টিভি)। আমি নিরুপায় হয়ে বিজ্ঞ আদালতে মামলা করি যা পরবর্তীতে আমি ডিক্রি পাই। তারপরও আওয়ামী দুর্নীতিবাজ ডামি চেয়ারম্যান আমার বসত- বাড়িতে হামলা করে যা পরবর্তীতে আবারও আমি আদালতে মামলা করি তারপর থেকে আওয়ামী সন্ত্রাসী চেয়ারম্যান আমার ও আমার পরিবারের উপর অমানবিক নির্যাতন (মানসিক ও শারীরিক) তথা অর্থনৈতিক ক্ষতি করে আসতেছে এবং বসত- ভিটে থেকে উচ্ছেদ সহ হত্যার হুমকি দিয়ে যাচ্ছে প্রশাসনকে জানানো হলেও আমি কোন নিরাপত্তা পাইনি তাই জীবনের ভয়ে ৫-জুন-২০২৪ তারিখে আমি সংবাদ সম্মেলন করি যা ৬ জুন-২০২৪ তারিখে
২. আমি (৬-জুন-২০২৪) ডিসি অফিসে, এসপি অফিসে, র্যাব-৫ অফিসে, (২০-মে-২০২৪) ইউএনও অফিসে লিখিত অভিযোগ দিয়েও কোন সাহায্য পাইনি অবশেষে নিরুপায় হয়ে স্থানীয় সরকার বিভাগে, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। ১১-জুন-২০২৪ তারিখে লিখিত অভিযোগ দেই তাতেও আমি ও আমার পরিবার নিরাপত্তা পাইনি, প্রতিটি দপ্তরে আমি ভিক্ষুকের মত বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা (ডিক্রি) নিয়ে গেছি কেউ আমাকে সাহায্য করেনি, তাই মাননীয় উপদেষ্টা, স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এর কাছে আমার প্রশ্ন 'কিসের কোর্ট কিসের হাইকোর্ট আমি চাই আইয়ামে জাহেলিয়া যুগ..." যেখানে কোন দপ্তরে কোটের / আদালতের রায়ের কোন মূল্য নেই, তাহলে কি চেয়ারম্যান আইনের উর্ধে..?
৩. ৫-আগস্ট স্বৈরাচার সরকার পতন হলেও তাদের পেত-আত্মা আওয়ামী দোসর এখনো রয়ে গেছে, হামলার ধারাবাহিকতায়। ১৮-সেপ্টেম্বর-২০২৪ ও ৩-অক্টোবর-২০২৪ তারিখে চাঁদাবাজ, টেন্ডারবাজ চেয়ারম্যান তার নির্দেশে "জুয়েল/ফয়জুল /আনোয়ার লাঠিয়াল বাহিনী” দ্বারা হামলা করে ৯৯৯ এ সাহায্য চাইলে থানা তেমন কোন ভূমিকা নেয় না, পরবর্তীতে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়। গত এক বছরে আমি ৯৯৯ এ ৫/৬ বার সাহায্য চাই ১/২ বার প্রশাসন সাহায্য করলেও পরবর্তীতে নিরব ভূমিকা পালন করে। তাই মাননীয় উপদেষ্টার কাছে আমার প্রশ্ন আর কত সাহায্য চাইলে আমি ও আমার জান-মালের নিরাপত্তা পাবো তাই আমি নিরুপায় হয়ে "আমি আমার ও আমার পরিবারের সবার ফাঁসি চাই" নয়তো দুর্নীতিবাজ, ভূমিখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, টাকা লোভি আওয়ামী সন্ত্রাসী ডামি চেয়ারম্যান অপসারন সহ আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
৪. ৫-আগস্ট আওয়ামী স্বৈরাচার সরকার পতন হওয়ার পর কোমলমতি শিক্ষার্থী ও গ্রামবাসি তার অবৈধ ইট ভাটার কালো ধোঁয়া থেকে বাঁচতে (১৯-আগস্ট-২০২৪) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর লিখিত অভিযোগ দাখিল করে।
এমন অবস্থায় আমি এই দামি চেয়ারম্যান এর বিচার চাই