মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
যেখানেই মাদক জুয়া, সেখানেই প্রতিরোধ।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা অবস্থিত হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ ওসির নেতৃত্বে ও দিকনির্দেশনা বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
হালুয়াঘাট থানা পুলিশ কর্তৃক গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা ও হত্যা মামলার আসামী বাচ্চু মিয়া (৩৪), পিতা-মৃত রশিদ মিয়া, সাং-বিল রাউল, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহকে মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকারীর কারীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়।
অপর একটি টিম অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আরো ০৪ জন সহ মোট=০৫ জন আসামীকে গ্রেফতার করিয়া
আজ ১৭ অক্টোবর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।