মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ১৭/১০/২০২৪ ইং
সিরাজগঞ্জের উল্লাপাড়া ঢাকা-পাবনা মহাসড়কের বালশাবাড়ী এলাকায় বাসের চাপায় দুইজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় প্রায় ১০ জন বাসের যাত্রী আহত হয়েছেন। আহতদের উল্লাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান জানান, বৃহস্প্রতিবার সকাল পৌনে ১০ টার দিকে পাবনা থেকে ছেরে আসা ঢাকা গামী শ্যামলী পরিবহন বাসটি বালশাবাড়ী এলাকায় পৌছেলে মহাসড়কের উপর একটি তিন চাকার ভ্যানগাড়ী রাস্তার মাঝামাঝি চলে আসলে বাস চালক তাকে বাচাতে গিয়ে ডান পাশের দোকানের উপরে তুলে দেয়।
এসময় দোকানের সামনে দুটি মোটরসসাইকেলে বসে থাকা দুইজন আরহীকে চাপাদিয়ে দুমরে মুচরে নিয়ে যায়। ঘটনার স্থলেই দুইজন আরহী নিহত হন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া কাওয়াক ২০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।