সাভার প্রতিনিধি: ঢাকার সাভারে সেফটি ট্যাংকিতে পরিষ্কারের কাজে নেমে সাইফুল (৪৩) ও আনিসুল (৩৬) দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকালে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে কাজে নেমে তাদের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা।
নিহত শ্রমিকরা হলেন–রংপুর জেলার কোতোয়ালি থানার শ্রীরামপুর গ্রামের আবদুর সামাদের ছেলে আনিসুল (৩৬) ও ভোলার দৌলতখানপুর থানার চরপাতা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে সাইফুল (৪২)। তারা সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দারা জানান,সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে আনিসুর নামে এক নির্মাণ শ্রমিক নামেন। এর বেশ কিছু সময় পর সেফটি ট্যাংকির ভেতরে তাদের কোন সাড়াশব্দ না পেয়ে সাইফুল আবার ট্যাংকের ভিতর নামে। এর কিছু সময় পরে দুজনেরই কোনো সারা শব্দ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
পরে সাভার ফায়ার সার্ভিস এসে অজ্ঞান অবস্থায় দুইজনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ও আনিসকে মৃত ঘোষণা করে।
সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন এই প্রতিবেদককে বলেন, সেফটি ট্যাংকি থেকে দুই নির্মাণ শ্রমিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসেন তারা। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।