স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের লালপুর উপজেলার ঐতিহাসিক ভেল্লাবাড়িয়া হযরত বাগুদেওয়ান শাহ পীরপাল(রাঃ)এর মাজার মসজিদের মাঠে সিসিটিভি ক্যামেরার সামনে একটি লাল রংয়ের বাইসাইকেলে তালা মেরে শুক্রবার(১৮ই অক্টোবর-২৪)জুম্মার নামাজ পড়তে মসজিদে ডুকেন লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের রেজাউল করিম(৪৫)নামের এক ধর্মপ্রান মুসল্লী।নামজ শেষে মসজিদ থেকে বেরিয়ে দেখেন তাঁর সেই বাইসাইকেলটি সেখানে আর নেই।নেই তো নেই।ঘন্টা খানেক খুঁজে না পেয়ে ছুটে যান উক্ত মাজার মসজিদের কর্তৃপক্ষের কাছে।সেখানে তিনি তার বাইসাইকেল হারানোর বিষয়টি অবগত করলে কর্তৃপক্ষের প্রধান দায়িত্বে থাকা লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)'র একান্ত প্রতিনিধি প্রাথমিক পর্যায়ে বাইসাইকেলের মালিক রেজাউলকে সিসিটিভি ক্যামেরা দেখে চোর সনাক্ত করার আশ্বাস দেয়।কিন্তু পরক্ষণেই ঘটে এর উল্টো ঘটনা।সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখতে গিয়ে দেখা যায় গত ১৪দিন(৪ অক্টোবর-২৪ থেকে ১৮ অক্টোবর-২৪)সিসিটিভির ১০টি ক্যামেরার কোন ফুটেজই নেই।অকেজো হয়ে আছে সবগুলো।বিষয়টি উপস্থিত মুসল্লীরা জানতে পেরে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ক্ষিপ্ত হয়।এ সময় অনেকে এই মাজার মসজিদের দানকৃত টাকা আত্মসাৎ করতে নতুন কৌশল করা হয়েছে বলেও মন্তব্য করেছেন।
এ বিষয়ে দায়িত্বে থাকা প্রধান কর্তৃপক্ষ সংবাদ কর্মীদের জানান,সিসিটিভি ক্যামেরা যে বন্ধ তা আমার জানা নেই,এই প্রতিষ্ঠানের খাদেম রেজাউল করিম,ইমাম খায়রুল বাশার,দায়িত্ব প্রাপ্ত মোয়াজ্জেম বাদশাও আমাকে এটা জানায়নি।আমি অত্র প্রতিষ্ঠানের সভাপতি লালপুর উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও)'র নির্দেশে তাঁর একান্ত প্রতিনিধি হয়ে প্রতি শুক্রবার এখানে আসি এছাড়া আমি আর কিছু জানি না।
মাজার মসজিদের খাদেম রেজাউল করিম সংবাদ কর্মীদের বলেন,সিসিটিভি ক্যামেরার বিষয়ে আমি কিছু বুঝিনা।বিষয়টি কর্তৃপক্ষ ভালো বুঝে।
উপস্থিত মুসল্লীদের সাথে কথা হলে তাঁরা বলেন,সিসিটিভি ক্যামেরার সামনে থেকে চুরি হইল অথচ ফুটেজ পাওয়া যাচ্ছে না,শুনছি ১৪ দিন ধরে ক্যামেরা অচল।আবার কর্তৃপক্ষ জানেও না,এটা দানকৃত টাকা আত্মসাৎ এর নতুন ফন্দি ছাড়া আর কিছু হতে পারে না।১৪ দিনে ক্যামেরা অকেজো করে অনেক টাকা আত্মসাৎ করেছে বলেও মন্তব্য করেছেন অনেকে।
ক্ষতিগ্রস্থ বাইসাইকেল ওয়ালা বলেন আমি গরীব মানুষ,সাইকেল ছাড়া আমি প্রায় অচল।সাইকেল চোর সনাক্ত করা গেলেও হয়তো উদ্ধার করা যেত।