মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জের কৃতি সন্তান জাপানের রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার জাপান স্বনামধন্য হানা-গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাথে সৌজন্য সাক্ষাৎ বিনিময়ে হারুন অর রশিদ।
বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে জাপান: রাষ্ট্রদূত কিমিনোরি ও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক না কেন জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে-এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
তিনি আরও বলেন, জাপান বাংলাদেশের অগ্রাধিকারের বিষয়ে কাজ করতে চায়। কে সরকারে ছিল বা না ছিল সেটা বিষয় নয়। জাপান বাংলাদেশের সব সময় উন্নয়ন সহযোগী ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাপান সবসময়ই বন্ধু হিসেবে কাজ করে গেছে।
এবিষয়ে বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার জাপান স্বনামধন্য হানা-গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, আমি দীর্ঘদিন জাপানে থাকি এবং বাংলাদেশকে ভালোবাসি অত-এব জাপান থেকে এপর্যন্তকালীন জাপানের বড় বড় বেশ কিছু ইনভেস্টর আনতে সক্ষম হয়েছি। সামনে আনার জন্য চলমান হাতে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট জাপানের জাইকার অর্থয়নে চলমান রয়েছে, বর্তমান সরকারের সহযোগীতা পেলে দেশে আরো অর্থয়নের বড় ভূমিকা থাকবে। অতএব যে সরকারই আসুক না কেনো জাপানের ইনভেস্টর বাংলাদেশের জন্য খুবই জরুরি।