নাগেশ্বরী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাখা দায়িত্বশীল শিক্ষা শিবির ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮অক্টোবর শুক্রবার সকাল সাত টা হইতে সারাদিন ব্যাপি এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মওলানা আব্দুল মান্নান মিয়া উপজেলা আমির নাগেশ্বরী, উপজেলা আমিরের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন মোঃ আজিজুর রহমান সরকার ভুরুঙ্গামারী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সাবেক জেলা আমির ও রংপুর অঞ্চল টিম সদস্য, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মতিন ফারুকী হেড মুহাদ্দিস নাগেশ্বরী কামিল এমএ মাদরাসা ও আমির কুড়িগ্রাম জেলা, এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ নিজাম উদ্দিন জেলা সেক্রেটারী,মাওলানা আব্দুল হামিদ মিঞা সহকারী সেক্রেটারী কুড়িগ্রাম জেলা, আরও উপস্থিত ছিলেন, উপজেলা সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, পৌর আমির মাওলানা আফজাল হোসেন সরকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিবুল হক খোন্দকার (বেলাল মাষ্টার) রাজেশ্বরী আলিযা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মকবুল হোসেনসহ সকল দায়িত্বশীল বৃন্দ।