আজ উনিশে অক্টোবর শনিবার, সকালে, কোলাঘাট ব্লক কংগ্রেস কমিটি এবং কোলাঘাট আই এন টি ইউ সির ডাকে, কোলাঘাট থানার সামনে দু'ঘণ্টা ধরে চলে প্রতিবাদ কর্মসূচি ,তিলোত্তমার বিচারের প্রতিবাদে,
এই প্রতিবাদ মিছিল প্রায় দু কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে, কোলাঘাট থানার সামনে প্রতিবাদ কর্মসূচী পালন করেন।
কোলাঘাট ব্লক কংগ্রেসের সভাপতি সমীর হোসেন নেতৃত্বে, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতি ও লাগাতার নারী নির্যাতন ,ধর্ষণ ও খুনের মতো ঘটনার প্রতিবাদে তারা এই প্রতিবাদ মিছিলে শামিল হন। এবং কোলাঘাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, যেভাবে দিনের পর দিন নারী নির্যাতন এর ঘটনা ঘটে চলেছে এবং আজও তিলো তোমার বিচার সঠিক পথে না এগিয়ে, এবং দোষীদের কোন শাস্তিও এখনো হলো না, সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, অবিলম্বে তিলোত্তমার বিচারের দাবীতে এবং দোষীদের শাস্তির দাবীতে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতেই আমাদের এই কর্মসূচী। আজও ডাক্তাররা অনশনরত আন্দোলনরত। সাধারণ মানুষও পথে নামতে বাধ্য হয়েছেন। সবার নিরাপত্তার দাবীতে, তিলোত্তমার বিচারের দাবীতে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস