বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়ে হাসপাতালে, থমথমে অবস্থা বিরাজ করছে।
উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে পৌর শহরের প্রধান প্রধান সড়কের চলছে লাঠি মিছিল।
এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ কাজ করে।
জানা যায়, ৫নং সুজালপুর ইউনিয়নে জগদল বাজারে শনিবার বিকেলে যুবদলের একটি কর্মী সমাবেশের আয়োজন করে সংশ্লিষ্ট ইউনিয়ন কমিটি।
ইউনিয়ন যুবদল কমিটি'র সভাপতি এবং ইউপি সদস্য সেলিম রেজা বিকেল প্রায় সাড়ে ৩টার দিকে বর্ষা থেকে সভাস্থল জগদল যাওয়ার সময় বলাকা মোড়স্থ কোমর রাইস মিলের নিকট পৌঁছালে তাকে বিএনপি'র সভাপতি গ্রুপের ১৫-২০ জন সদস্য আটক করে এলোপাধারি মারপিট শুরু করে।
তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে রাস্তার উপর জনসম্মুখে শ্লীলতাহানি ঘটায় ছিলা ফোলা জখম করে।
বিপরীত গ্রুপটি পৌর কমিটির সহ-সভাপতি হাবিবুর রহমান হাবলু, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য বাবু ও একরাম আলীকে মারাত্মক আহত করে।
এ সংবাদ ছড়িয়ে পড়লে বিএনপি'র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু গ্রুপের প্রায় দুই শতাধিক যুবদল নেতাকর্মী লাঠিসোডা নিয়ে তাদেরকে পাল্টা ধাওয়া করে এতে আলহাজ্ব তানভীর চৌধুরী ও আকাশ চৌধুরী ২ জন আহত হয়।
বর্তমানে উভয় পক্ষের আহতরা বীরগঞ্জ ও দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে।