মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় শশুর শাশুড়ি দেবর ভাসুর মিলে রত্না খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা উপজেলার ভবানী পুর গ্রামে মোঃ রফিকুল ইসলাম রববেলের বাড়িতে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত রত্না বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। আহত রত্না মালোশিয়া প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রত্নার শশুর রত্নাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে রত্না বলে আমি কোথায় যাবো আমি যে যায়গাটা কিনেছি সেই যায়গাটা রেজিস্ট্রার হোক তারপর আমরা সেখানে বাড়ি তৈরী করবো তারপর এখন থেকে যাবো বললে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এসময় উভয়ের মধ্যে ঝগড়াঝাটি লেগে যায়। একপর্যায়ে রত্নার ভাসুর জুয়েল মিয়া বাঁশ, কাঠ দিয়ে এলোপাতাড়ি ভাবে রত্নাকে মারপিট করলে রত্নার শরীরের বিভিন্ন অংশ জখম করে। পরের দিন রত্নার অবস্থার অবনতি হলে তার বড় মেয়ে রত্নাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনার কোন অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।