উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁ জেলা পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন পণ্যবাহী
ট্রাক সহ অন্যান্য যানবাহনের নিরাপত্তার স্বার্থে দেশের সকল highway পুলিশ ক্যাম্পের সম্মানিত ইনচার্জগণ এবং ট্রাক ও কাভার ভ্যান মালিক গণের হোয়াটসঅ্যাপ মোবাইল নম্বর নিয়ে একটি জাতীয় whatsapp গ্রুপ চালু করেছেন।
এতে করে কোন পন্যবাহি ট্রাক বা কাভার ভ্যান ছিনতাই বা অন্য কোন সমস্যার সম্মুখীন হলে এই গ্রুপে মেসেজ দেন। তখন তাৎক্ষণিকভাবে সমস্যায় পতিত হওয়া ট্রাক বা কাভার ভ্যানের অবস্থানের পরবর্তী হাইওয়ে পুলিশ ক্যাম্পগুলো অটোমেটিক্যালি সতর্ক হয়ে পড়ে। এতে করে ট্রাক বা কাভার ভ্যান দ্রুত উদ্ধার হওয়ার সম্ভাবনা থাকে। অপরাধীও দ্রুত গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও কোন ট্রাক বা কাভার ভ্যান রওনা দেয়ার সময় এই গ্রুপে মেসেজ দিচ্ছেন। তখন সকল হাইওয়ে পুলিশ ক্যাম্পগুলো সতর্ক অবস্থায় পাহারা বৃদ্ধি করছেন। স্বাচ্ছন্দে, নিরাপদে পণ্য আসা-যাওয়ার জন্য এই whatsapp গ্রুপ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।