1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাইতুল মোকাররমে ওয়াবি খতিব নিয়োগ এর প্রতিবাদ বিক্ষোৎ সমাবেশ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দগ্ধ শিশুদের বাঁচানো সেই সাহসিকা নারী শিক্ষিকা মাহরিন চৌধুরী আর নেই আন্তর্জাতিক লায়ন্স কনভেনশনে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২ গভর্নর আসেফ বারী টুটুল আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাটহাজারীতে সদস্য সংগ্রহ জনসমাবেশে মীর হেলাল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান রাউজানে জমিয়ত শিক্ষাবোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ কামারখন্দ উপজেলার ফারিয়ার সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান (লিখন) আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) নিশান এনজিওর ৫০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের সংবাদ সম্মেলন একুশে জুলাই এর মঞ্চ পরিদর্শনে আসলেন পুলিশ কমিশনার ও bom squad এর অফিসার ও কুকুর

বাইতুল মোকাররমে ওয়াবি খতিব নিয়োগ এর প্রতিবাদ বিক্ষোৎ সমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ মাহাবুব আলম রিপোর্টার

বাইতুল মুকাররমে ওহাবী খতিব নিয়োগ
দেশের নব্বই শতাংশ সুন্নি মোঃ জনতার ঈমানী অধিকার এবং ইসলামের আসল ধারা ধ্বংস করে দেশকে তালেবানি রাষ্ট্র করার ষড়যন্ত্র – আল্লামা ইমাম হায়াত।

বাইতুল মোকাররম সরকারি মসজিদে ওয়াবি মতালম্বী খতিব নিয়োগের প্রতিবাদে বিশ্ব সুন্নী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ ঢাকা প্রেসক্লাব প্রাঙ্গনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, বাইতুল মোকাররম মসজিদে ঈমানী আকিদার বিপরীত মতবাদের খতিব নিয়োগ দেশের নব্বই শতাংশ সুন্নি জনগণের ঈমানী অধিকারী উপর মারাত্মক আঘাত,

আল্লামা ইমাম হায়াত বলেন, ইসলামের শান্তিময় মানবিক আসল ধারার বিপরীত ইসলামের নামেই উগ্রবাদী এবং জঙ্গিবাদের উৎস ওয়াবিবাদি খতিব নিয়োগ ইসলামের আসল দ্বারা ধ্বংস করে দেশকে তালেবানী জঙ্গী রাষ্ট্র করার ষড়যন্ত্র।

সমাবেশ আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম ও হাদিস শরীফের বিকৃত অপব্যাখ্যার উপর প্রতিষ্ঠিত
ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ ইসলামের মূল ধারা থেকে বিচ্যুত ও ঈমানের বিপরীত এবং ইসলামের প্রকৃত আদর্শের বিপরীত বাতিল মতবাদ।

আল্লামা ইমাম হায়াত বলেন, কোরআনুল করীম ও হাদিস শরীফে ইসলামের ছদ্মনামেই ইসলামের আসল ধারা ধ্বংসাত্মক অনেক বাতিল মতবাদের প্রাদুর্ভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, বোখারী শরীফ সহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে আরবের নজদ থেকে ইসলামের ধ্বংসকারী শয়তানের দল প্রাদুর্ভাব হবে বলে ওয়াবিবাদ সম্পর্কে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, ওয়াবি সালাফি শিয়াবাদ মওদুদিবাদ ইত্যাদি মতবাদ যেমন ঈমানী আকিদার বিপরীত তেমনি সব মানুষের জন্য দয়াময় আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জীবনের নিরাপত্তা- অধিকার- স্বাধীনতা- মর্যাদা স্বীকার করে না বরং অস্বীকার ও উৎখাত করে একক ধর্মের নামে একক ধর্মরাষ্ট্রের নামে নিজেদের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কায়েম করে দ্বীন ও জীবন ধ্বংস করে।

আল্লামা ইমাম হায়াত বলেন, আল্লাহতাআলা ও তাঁর হাবীব রাহমাতাল্লিল আলামীন প্রাণাধিক প্রিয়নবী ভাই বোন সব মানুষের জন্য জীবনের সমান স্বাধীনতা-অধিকার মর্যাদা, লেখা পড়ার অধিকার, জীবনের বিকাশের অধিকার, দ্বীন – জীবন- দেশ- রাষ্ট্র- গণতন্ত্র – মানবাধিকার প্রতিষ্ঠায় ও রক্ষায় সমান দায়িত্ব পালনের সুযোগ দিলেও এসব বাতিল মতবাদ মাবোনদের জীবনের সব অধিকার হরণ ও রুদ্ধ করে জীবিত কবরস্থ করে রাখে। তিনি বলেন, ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান আই এস ইত্যাদি কলেমার চেতনার বিপরীত বস্তুবাদি বিষাক্ত চেতনার ধারক বাতিল মতবাদ মা বোনদের মানবসত্তা ও মানবাধিকার অস্বীকার ও উৎখাত করে দ্বীন ও জীবনের শত্রু হিসেবে কাজ করে।

আল্লামা ইমাম হায়াত ওয়াবিবাদ সালাফিবাদ শিয়াবাদ মওদুদিবাদ তালেবান ইত্যাদি ইসলামের ছদ্মনামধারী বাতিল জালিম অপশক্তির অপরাজনীতির স্বৈরদস্যুতন্ত্র থেকে ঈমান- দ্বীন- মিল্লাত- দেশ- রাষ্ট্র- গণতন্ত্র ও সব মানুষ ভাই বোন সবার জীবনের নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা রক্ষায় সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান।

-আল্লামা শেখ রায়হান রাহবার
মহাসচিব
বিশ্ব সুন্নী আন্দোলন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি