বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ “বিশুদ্ধ আত্মা সুন্দর সমাজ” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় লেখক পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
আজ (১৯ অক্টোবর) শনিবার দিনাজপুরের মুন্সিপাড়াস্থ হেমায়েত আলী পাবলিক লাইব্রেরিতে জেলার কবি সাহিত্যিকদের পদচারণায় মুখরিত এক অনাড়ম্বর পরিবেশে সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে কবিদের কবিতা পাঠ। দুপুরে বিরতির পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক আলোচনা শেষে নতুন কমিটি পুনর্গঠন করা হয়।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কবি- সংগঠক ওয়াসিম আহমেদ শান্তকে সভাপতি ও কবি, সংগঠক ও শিক্ষক মোঃ গোলাম মোস্তফা হীরাকে সাধারণ সম্পাদক করে দিনাজপুর জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
নতুন কমিটি গঠনের পর তা বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির আহমেদ নতুন কমিটি ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল কে ফুল দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিভাগীয় লেখক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ, সহ- সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজ ।
নতুন কমিটির বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম শাহ, সহ-সভাপতি ইয়াসমিন আরা রানু, সহ-সভাপতি রোজিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেনাজ পারভীন, সাংগঠনিক সম্পাদক শ্রীমন রায় মৃনাল, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাইদুল আলম সাজু, অর্থ সম্পাদক অদিতি রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাদি, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-প্রচার সম্পাদক মো. কায়ছার আলী, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক সৈয়দ আখিম আলী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডি এম মুজির, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফারহানা ফ্লোরা, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ওয়াহিদা পারভীন, ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইতিহাস ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আলী শাহ সেকেন্দার, পাঠচক্র সমন্বয়ক মাসুদ রানা। কার্যকরী সদস্য হলেন, আবুল হোসেন, কালিপদ রায়, তৈমুর রহমান, নুর আলম, কবি মোকছেদ আলী ও টি এইচ বকুল।
এ ছাড়া জেলার ১৩টি উপজালায় একজন করে উপজেলা সমন্বয়কারী কমিটিতে স্থান পেয়েছেন। যা এবারই প্রথম।
এর আগে আগামী ১ডিসেম্বর ২০২৪ রংপুর বিভাগীয় লেখক পরিষদের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় লেখক পরিষদের দিনাজপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম শাহ।